পল্লি সড়ক উন্নয়ন ঃ
পল্লি সড়ক শুধু সড়ক-ই নয়; কর্মসংস্থান, জীবিকা ও উন্নততর জীবনেরও অবলম্বন। পল্লি সড়কের হাত ধরেই আসে কৃষি উৎপাদন, শিক্ষা-স্বাস্থ্য প্রবেশগম্যতা, দারিদ্র্যমুক্তি এবং সর্বোপরি মানব উন্নয়ন। তাই পল্লি সড়ক উন্নয়ন বর্তমান সরকারের একটি অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়। ২০০৯-২০১৭ সময়ে শিবগঞ্জ উপজেলায় মোট ৮০.০০ কিলোমিটার পল্লি সড়ক নির্মাণ করা হয়েছে। এ কাজে মোট ৫৭.২০ কোটি টাকা ব্যয় করা হয়েছে। বর্তমানে ১৫.০০ কিলোমিটার সড়কের নির্মাণ কাজ চলমান। চলমান প্রকল্পগুলোর মাধ্যমে আগামী দু-তিন বছরে আরও ৪০.০০ কিলোমিটার সড়ক নির্মাণ করা হবে। এ সময়ে নির্মিত উল্লেখযোগ্য সড়কসমূহের তথ্য পাশে উপস্থাপন করা হলো।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস